Success Story


সফলতার গল্প

মো: মিজান কাজী, ৫৬ বছর বয়ষ্ক ভদ্রলোক, আমাদের হাসপাতালের ইমার্জেন্সিতে ২৫/১২/২০২০ইং বিকাল বেলা বুক ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে বড় ধরনের হার্ট এ্যটার্ক হয়েছে। আমরা তাহার আত্বীয় স্বজনকে তাহার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করি যে ওনার পরবর্তি চিকিৎসার জন্য এন্জিওগ্রাম করাতে হবে এবং কোন ব্লক থাকলে স্টেন্ট/রিং পরাতে হবে। তারপর আমরা এন্জিওগ্রাম সম্পন্ন করি এবং দেখতে পাই হার্টের ডান পাশের রক্তনালীতে ৯৯% ব্লক/রক্ত জমাট বাধা আছে। আমরা দ্রুততার সহিত উক্ত রক্তনালীতে একটি স্টেন্ট/রিং পরানো সফলভাবে সম্পন্ন করি।

তিন দিন আমরা সকল প্রকার পর্যবেক্ষণ করি তারপর সব কিছু সঠিক থাকার পর রোগীকে সর্ম্পূন সুস্থ্যভাবে ছুটির ব্যবস্থা করি

Online Appointment