SHEIKH FAZILATUNNESSA MUJIB MEMORIAL
KPJ SPECIALIZED HOSPITAL
News And Events
নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিত করার লক্ষ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আজ উদ্বোধন করা হলো মেটারনিটি সুইট, উদ্বোধন করেন মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল প্রধান নিবার্হী কর্মকর্তা, উপস্থিত ছিলেন ডাঃ রাজীব হাসান মেডিকেল ডিরেক্টর, রুযিতা মোহাম্মদ দান প্রধান নার্সিং কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার প্রশান্তি আমাদের অগ্রাধিকার